বিজেপি কার্যালয় ঘেরাও করে মানুষের প্রশ্ন, ১০০ দিনের কাজের টাকা কোথায়?
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ তিন বছর ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এর প্রতিবাদে শনিবার দুপুরে বিধাননগরের বিজেপি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের পাঁচজনের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষ ১০০ দিনের কাজে টাকা পাক, এটা তাঁরাও চান। কিন্তু সম্পূর্ণ বিষয়টি কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক বিষয়। রাজ্যের উচিত নিয়ম অনুযায়ী কাজ করা। বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলা হবে বলেও তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, ১০০ দিনের কাজের টাকা আদায় করতে গত কয়েক বছরে একাধিক আন্দোলন করেছে তৃণমূল। দিল্লিতেও আন্দোলন হয়েছে। কিন্তু কোনও কিছুতেই কান দেয়নি মোদি সরকার। বছর ঘুরলেই বিধানসভা ভোট। সেই নির্বাচনেও যে এই খাতে রাজ্যকে বঞ্চনা অন্যতম ইস্যু হয়ে উঠতে চলেছে, এদিনের ঘটনা তার ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। - নিজস্ব চিত্র