স্বামীর একাধিক বিয়ে ঘিরে অশান্তি, থামাতে এসে ছুরিবিদ্ধ পাড়ার যুবক
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্বামী একাধিক বিয়ে করেছেন বলে অভিযোগ। এ নিয়ে সংসারে নিত্য অশান্তি লেগে রয়েছে। তার জেরেই স্ত্রী পূর্ণিমা মণ্ডলের উপর অকথ্য অত্যাচার চালাত স্বামী। এর মধ্যেই স্ত্রী নিরুপায় হয়ে পাড়ার স্থানীয় ক্লাবে খবর দিলে কয়েকজন যুবক এসে স্বামীকে মারধর করতে নিষেধ করেন। এ নিয়ে নতুন করে বচসা হলে গুণধর স্বামী দেবাশিস মণ্ডল ঘর থেকে ছুরি নিয়ে এসে চালিয়ে দেয় ক্লাবের এক সদস্যকে। ছুরির আঘাতে মারাত্মক জখম হন বাসু গায়েন নামের ওই যুবক। তৎক্ষণাৎ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিস এসে দেবাশিসকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দলের কাউগাছি পঞ্চায়েতের আমবাগান এলাকায়। পূর্ণিমাদেবীর অভিযোগ, দেবাশিস ফের বিয়ে করেছে। এ নিয়ে সংসারে অশান্তি লেগে ছিল। প্রতিবাদ করলে স্বামী প্রায়ই তাঁকে মারধর করত। সম্প্রতি অত্যাচারের মাত্রা বাড়লে এই গৃহবধূ স্থানীয় ক্লাব ভ্রাতৃ সঙ্ঘে গিয়ে অভিযোগ জানান। ক্লাবের ছেলেরা দেবাশিসকে ডেকে পাঠালে সে না আসায় ওই যুবকরাই তার বাড়িতে যান এবং স্ত্রীকে মারধর করতে নিষেধ করেন। সেই সময় ঝগড়া বাঁধলে দেবাশিস ছুরি দিয়ে আঘাত করে বাসু গায়েন নামের এক যুবককে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে বাসুদেবপুর থানার পুলিস এসে দেবাশিস মণ্ডলকে গ্রেপ্তার করে। এই বিষয়ে পূর্ণিমাদেবী বলেন, তাঁর স্বামী তিনটি বিয়ে করেছে। এ নিয়ে কিছু বললেই বলত, প্রয়োজনে ১০টা বিয়ে করব, তোমার কী। শুধু আমাকে নয়, আমার ছেলেমেয়েকেও মারধর করেছে সে। তাই বাধ্য হয়ে স্থানীয় ক্লাবের শরণাপন্ন হয়েছি। আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভে সরব এলাকার মানুষ। কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।