দেগঙ্গার চার বাড়িতে চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকা ও অলঙ্কার
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক রাতে দেগঙ্গার একই এলাকায় চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটল। শুক্রবার রাতের ওই ঘটনায় খোয়া গিয়েছে লক্ষাধিক টাকা নগদ সহ সোনার গয়না। শনিবার এ নিয়ে থানায় অভিযোগ হলে তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দোহারিয়া মল্লিকপাড়া এলাকায় বাড়ি আরাবুল মল্লিক, তাজমিরা বেগম, আসুরা খাতুনদের। পরিবারগুলি একেবারেই নিম্ন মধ্যবিত্ত। শুক্রবার রাতে তাঁরা যখন ঘুমাচ্ছিলেন, সেই সময় তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে বেসরকারি সংস্থার কর্মী আরাবুল মল্লিক বলেন, বাড়ির পিছনের দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। পরে আলমারির লকার ভেঙে নগদ টাকা ও গয়না চুরি করে পালিয়েছে। এদিন সকালে উঠে বুঝতে পারি, সর্বস্ব খোয়া গিয়েছে। বাড়ির দালানে ফোন চার্জ হচ্ছিল। দুষ্কৃতীরা ফোনের লক খোলার চেষ্টা করলেও পারেনি। যাতে আমাদের ঘুম না ভাঙে, সেকারণে সম্ভবত তারা ঘুমপাড়ানি স্প্রে ব্যবহার করেছে।
তাজমিরা বেগমের স্বামী সব্জির ব্যবসা করেন। তিনি বলেন, ৮৫ হাজার নগদ ও কিছু সোনার গয়না খোয়া গিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি। আসুরা খাতুন বলেন, বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। বাড়িতে থাকা সব টাকা নিয়ে গিয়েছে তারা। ফুচকা বিক্রেতা ফিরোজ আলির বাড়িতেও চুরি হয়েছে ওই রাতে। তিনি বলেন, নির্মীয়মাণ বাড়ির একটি ঘরে ঘুমিয়েছিলাম। পাশের ঘরে তেমন শক্তপোক্ত দরজা ছিল না। দুষ্কৃতীরা ওই ঘরে ঢুকে নগদ টাকা নিয়ে পালিয়েছে। আমরা জেগে যাওয়ায় পরের ঘরে ঢুকতে পারেনি তারা। আওয়াজ পেয়ে দৌড়ে পালিয়েছে।
উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে দেগঙ্গার কলাপোলে তিনটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিস দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। সেই রেশ পুরোপুরি কাটার আগেই শীতের রাতে দেগঙ্গা থানা এলাকায় ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।