সংবাদদাতা, কাকদ্বীপ: গঙ্গাসাগর মেলার সময় নিরাপত্তার কথা মাথায় রেখে কাকদ্বীপ স্টেশনে বাড়ানো হল সিসি ক্যামেরার সংখ্যা। আগে এই স্টেশনের দু’টি প্ল্যাটফর্মে ১০টি সিসি ক্যামেরা বসানো ছিল। তার মধ্যে কয়েকটি অকেজো হয়ে গিয়েছিল। কিন্তু এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাকে ঘিরে নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই মতো মেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই বাড়তি নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ স্টেশনের দু’টি প্ল্যাটফর্মে নতুন করে আরও প্রায় ২০টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সব মিলিয়ে অন্তত ৩০টি সিসি ক্যামেরার মাধ্যমে কাকদ্বীপ স্টেশন ও সংলগ্ন চত্বরে নজরদারি চালানো হচ্ছে। এই স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে মেলার কথা মাথায় রেখে। আগে দু’টি প্ল্যাটফর্ম সহ স্টেশন চত্বরে প্রায় ১০০টি আলো জ্বলত। মেলা উপলক্ষ্যে আরও প্রায় ২০০টি আলো নতুন করে লাগানো হয়েছে। তবে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম বাড়ানো হলেও প্রায় ১৫০ ফুট শেড এখনও তৈরি হয়নি। ফলে ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে গিয়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গঙ্গাসাগর মেলায় রাজস্থান থেকে এসেছেন মাখনলাল যোশী। তিনি বললেন, ‘পুরো প্ল্যাটফর্মেই যদি শেড থাকত, তাহলে অনেক সুবিধা হতো। দুপুরের দিকে প্ল্যাটফর্মের সামনের দিকে দাঁড়ানো যাচ্ছে না।’
এদিকে, শুক্রবার সকাল থেকেই হাজার হাজার পুণ্যার্থী কাকদ্বীপের লট আট থেকে মুড়িগঙ্গা নদী পেরিয়ে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা হয়েছেন। পুলিসি নিরাপত্তা ছিল বেশ আঁটোসাঁটো। পুলিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের জলপথে স্পিড বোট নিয়ে টহল দিতে দেখা গিয়েছে।