সংবাদদাতা, উলুবেড়িয়া: মন্দারমণি যাওয়ার পথে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উলুবেড়িয়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে রাজাপুর থানার রঘুদেবপুর পাঁচলা মোড়ে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে চারজনের এক চিকিৎসক দল কলকাতার ঢাকুরিয়া থেকে মন্দারমণি যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ আচমকা গাড়িতে আগুন ধরে যায়। তবে কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে রাজাপুর থানার পুলিস ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। ততক্ষনে গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। চিকিৎসকদের বক্তব্য, চলন্ত অবস্থায় গাড়িটি কিছু সমস্যা দেখা দেয়। ব্রেক আচমকা শক্ত হয়ে যায়। গাড়ি বন্ধ করতেই পিছন থেকে আগুন দেখা যায়। তারপর গোটা গাড়ি ভস্মীভূত হয়ে যায়।