• চীনা মাঞ্জার বিপদ বোঝাতে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা মহেশতলায়
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: চীনা মাঞ্জা শরীর ও পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, সে বিষয়ে সচেতনতা প্রসারে শনিবার বাটা রিভারসাইড এলাকায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আয়োজন করা হয়। অংশ নিয়েছিলেন ২০০’র বেশি প্রতিযোগী। তাঁদের সবার হাতে ঘুড়ি, দেশীয় উপাদান দিয়ে তৈরি মাঞ্জা সুতো ও লাটাই তুলে দেয় মহেশতলা থানা। আকাশ ছেয়ে যায় রঙ-বেরঙের ঘুড়িতে। দক্ষ প্রতিযোগীরা একাধিক ঘুড়ি কেটেছেন। পুলিস-প্রশাসন, ক্রীড়াবিদ থেকে স্থানীয় কাউন্সিলার হাজির ছিলেন। তাঁদের সবার এক মত, চীনা মাঞ্জা মৃত্যুর কারণ। তাই দেশীয় উপাদানে তৈরি মাঞ্জার কোনও বিকল্প নেই। 


    এই অনুষ্ঠানের পরিকল্পনা ডায়মন্ডহারবার পুলিস জেলার হলেও বাস্তবায়নের দায়িত্বে ছিল মহেশতলা থানার আইসি সহ তাঁর টিম। এদিন সকালে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিস সুপার রাহুল গোস্বামী। ‘গো-কাট্টা’ শীর্ষক এই অনুষ্ঠানের মঞ্চে বাল্যবিবাহ, হিউম্যান ট্রাফিকিং, ড্রাগের নেশার কুফল, সেফ ড্রাইভ-সেভ লাইফ, সাইবার ক্রাইম ও চীনা মাঞ্জা নিয়ে আলাদা আলাদা পথনাটিকা অভিনীত হয়। এসব দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।  
  • Link to this news (বর্তমান)