• বিরল রোগে আক্রান্ত শিশু , চিকিৎসার জন্য ডায়মন্ডহারবারের সেবাশ্রয় শিবিরে
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা: দেড় বছর ধরে বিরল রোগে আক্রান্ত হুগলির খানাকুলের চার বছরের একটি শিশু। তার নাম নেহা মাঝি। একাধিক জায়গায় চিকিৎসা করানোর পরও সুস্থ হয়নি সে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির সঠিক চিকিৎসা করাতে ৭২ লক্ষ টাকার ওষুধের প্রয়োজন। এ কথা জানার পর দিশাহারা হয়ে পড়ে পরিবারটি। তারপর ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া সেবাশ্রয় ক্যাম্পে আসেন। সেখানে নেহাকে দেখেন চিকিৎসকরা। জানা গিয়েছে, এই খবর পৌঁছয় সাংসদের দপ্তরে। নেহা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস মিলেছে।


    শিশুটির মা বলেন, ‘দেড় বছর বয়স হওয়ার পরও হাঁটতে পারছিল না মেয়ে। তারপর অল্প অল্প হাঁটতে শুরু করলেও বেশিক্ষণ দাঁড়াতে পারত না। অনেক ডাক্তারকে দেখানো হয়। ধরা পড়ে মেয়ের জটিল রোগ। শিরদাঁড়ায় সমস্যা। এই বিরল রোগ থেকে সুস্থ হতে লাগবে ৭২ লক্ষ টাকার ওষুধ। তা না পেলে অসুখ ছড়িয়ে পড়তে পারে।’ সেবাশ্রয় ক্যাম্পের বিষয়ে গ্রামের এক পরিচিত ব্যক্তি মাঝি পরিবারকে জানান। তারপর শনিবার সকালে রওনা দিয়ে দুপুরে ডায়মন্ডহারবার এসে পৌঁছন তাঁরা। চিকিৎসকদের দেখান। এদিনই ডায়মন্ডহারবার বিধানসভার ক্যাম্পের শেষদিন ছিল। বিকেল পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট ৪১টি ক্যাম্প হয়েছে। ১০দিনে চিকিৎসা পরিষেবা পেয়েছেন আড়াই লক্ষেরও বেশি মানুষ। শেষদিনে এসেছিলেন ৫০ হাজারেরও বেশি। চোখ এবং শিশুরোগ বিশেষজ্ঞদের দেখাতে শিবিরে ভিড় বেশি হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই বিধানসভার সাফল্যের কথা তুলে ধরে প্রত্যেক স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন। আজ, রবিবার ফলতায় শুরু হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)