• বাগাণ্ডায় রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী বর্ষ
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: মাদ্রাসা শিক্ষার মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আরও উন্নত থেকে উন্নততর হবে। শনিবার উলুবেড়িয়ার বাগাণ্ডায় নিজের বিধানসভা এলাকার রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার (উচ্চ মাধ্যমিক) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, রাজ্যে মা মাটি মানুষের সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এখানে আগে এই মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র ৪০০ জন। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৩৪৭ জনে। আগে এখানে ন’জন শিক্ষক-শিক্ষিকা থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২৮। তিনি জানান, খুব শীঘ্রই এই মাদ্রাসায় শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে।


    পুলক রায় বলেন, সংখ্যালঘু শিক্ষার বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখেন। তৃণমূল সরকারের আমলে এখানে ছাত্রছাত্রীদের জন্য মাল্টি জিম, মিনি ইন্ডোর গেম, লাইব্রেরি, ১২ লক্ষ টাকা ব্যয়ে স্মার্ট ক্লাস, ১৪টি অতিরিক্ত শ্রেণিকক্ষ, সোলার সিস্টেম ছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ভূগোলের ল্যাবরেটরি তৈরি হয়েছে। নারী শিক্ষার প্রসারে সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে মাদ্রাসার নবম ও দশম শ্রেণির ১২২ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৪১ জন ছাত্রীকে ১২০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হচ্ছে। এখানে শিক্ষিকাদের জন্য একটি রিফ্রেশমেন্ট কক্ষ নির্মাণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিকের লেখা রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসা শীর্ষক একটি পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলক রায়। 


    এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও রিয়াজুল হক, উলুবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্রশেখর প্রামাণিক সহ অন্যান্যরা। 
  • Link to this news (বর্তমান)