• জল ছাড়ল ডিভিসি, হুগলির মহানাদে ভাসল আলুচাষের একশো বিঘে জমি
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডিভিসির ছাড়া জলে ভাসল হুগলির মহানাদের বিঘের পর বিঘে জমি। যার জেরে আলুর ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ডিভিসির জল মহানাদের মেঘসার মৌজায় বাঁধ ভেঙে ঢুকে পড়ে। রাতে বিষয়টি কৃষকরা বুঝতে পারেননি। সকালে মাঠে গিয়ে তাঁরা দেখতে পান, ফসল জলের তলায় চলে গিয়েছে। এরপরই দ্রুত জেলার কৃষিদপ্তর ময়দানে নামে। পাম্প চালিয়ে জল বের করার কাজ শুরু হয়। তাতে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গিয়েছে বলে কৃষিদপ্তর দাবি করেছে।


    যদিও কৃষকদের দাবি, ফসল সারারাত জলের তলায় ছিল। তাতে ক্ষতি হয়েছে যথেষ্ট। এলাকায় মূলত আলু ও সামান্য সরষে চাষ হয়েছিল। দু’টি ক্ষেত্রেই অতিরিক্ত জল ক্ষতিকারক। কৃষকদের আরও দাবি, মহানাদের মেঘসার মৌজার অন্তত ১০০ বিঘে জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে। কৃষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন হুগলি জেলা পরিষদের প্রাক্তন কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী। তিনি বলেন, বর্ধমান থেকে জল স্থানীয় খাল দিয়ে কুন্তীতে গিয়ে পড়ে। গতবছরই ওই খাল সংস্কার করা হয়েছিল। ফলে জলের প্রবাহ প্রবল ছিল। তাতেই বাঁধ ভেঙেছে। সবচেয়ে বড় কথা, জল ছাড়া হয়েছে রাতে। দিনে জল ছাড়া হলে সমস্যা দ্রুত নজরে পড়ত। হুগলি জেলা পরিষদের বর্তমান কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে বলেন, দ্রুত পদক্ষেপ করা হয়েছে। অনেকখানি জল পাম্প চালিয়ে বের করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩০ বিঘে জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে বলে ইঙ্গিত মিলেছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হচ্ছে। 


    কৃষকদের দাবি, দীর্ঘসময় মাঠে জল থাকার কারণে মাটিতে অনেকটা জল থেকে যাবে। তাতে আলু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষতি ২৪ ঘণ্টার মধ্যে বোঝা সম্ভব নয়। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছ, বর্ধমান থেকে সারাং, মহানাদ, কেদারনগর হয়ে কুন্তী নদীতে ভিডিসির জল চলে যায়। তাতে স্থানীয় এলাকার খালে ভরপুর জল থাকে। তা চাষের কাজে ব্যবহার করা হয়। কিন্তু বেশি পরিমাণ জল ছাড়া ও খালে জলের প্রবাহ বেশি হওয়ায় মেঘসার গ্রামের দোকানতলাতে শুক্রবার রাতে সেচবাঁধ ভেঙে যায়। তাতেই চাষের জমিতে সরাসরি জল ঢুকে পড়েছিল। এমনিতেই হুগলিতে এবার আলুর মরশুম পিছিয়ে গিয়েছে। তার উপরে ফসল তলিয়ে যাওয়ায় কৃষক মহল্লায় উদ্বেগ তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)