• উলুবেড়িয়ার বৃন্দাবনপুর থেকে কালনাগিনী উদ্ধার
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়ির ভিতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিলেন পরিবেশকর্মী দেবাশিস সাঁতরা। জানা গিয়েছে, শুক্রবার বিকেলে উলুবেড়িয়ার রাজাপুর থানার বৃন্দাবনপুরের বাসিন্দা অমিয় রঞ্জিত ও রেবতী দাস তাঁদের বাড়ির ভিতরে লাল-কালো ডোরাকাটা সাপটি দেখতে পান। আতঙ্কিত রেবতীদেবী পরিবেশকর্মী দেবাশিসবাবুকে বিষয়টি জানান। এরপর রাতেই বনদপ্তরের অনুমতি নিয়ে দেবাশিসবাবু চিত্রশিল্পী কৈলাস পুরকাইতকে সঙ্গে নিয়ে পৌঁছে যান ওই বাড়িতে। কালনাগিনীকে উদ্ধার করে একটি নিরাপদ অঞ্চলে ছেড়ে দেন। প্রসঙ্গত, গত বছরের আগস্টে পাশের গ্রাম বানীবনে একটি নির্মীয়মাণ বাড়ি থেকে এরকম একটি কালনাগিনী উদ্ধার হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)