• ঘর গরম রাখতে জ্বলন্ত উনুন, দমবন্ধ হয়ে মৃত এক শ্রমিক
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় শীতের রাতে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বালিয়ে ঘুমোনোর সময় আগুনে পুড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। সপ্তাহ পেরতে না পেরতেই প্রায় একই ঘটনা এবার বেলেঘাটা রোডে। শীতের রাতে ঘর গরম করতে উনুন জ্বালিয়ে ঘুমোতে যান তিন শ্রমিক। তাতেই ঘটে বিপত্তি। চারকোল পোড়া ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ বিষয়টি নজরে আসে। আশঙ্কাজনকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে দু’জনকে। মৃতের নাম কুন্দন কুমার (২৫)। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নারকেলডাঙা থানার পুলিস। লালবাজার সূত্রে খবর, বেলেঘাটা রোডের একটি ভাড়া ঘরে থাকতেন কুন্দন কুমার, ধীরেন্দ্র রায় ও কিশোর রায়। তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। কলকাতায় তিন শ্রমিক একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। ভাড়া ঘরের মধ্যেই রয়েছে মাটির উনুন। শুক্রবার রাতে সেখানেই রান্না করেন তাঁরা। এরপরে ঘর গরম রাখার জন্য আঁচ না নিভিয়ে আরও অল্পকিছু চারকোল দিয়ে দেন। দরজা, জানালা বন্ধ থাকায় ঘরটি গ্যাসে ভরে যায়। পুলিসের অনুমান, তাতেই দমবন্ধ হয়ে গিয়েছে তিনজনের। তার জেরেই মৃত্যু হয়েছে কুন্দনের। 
  • Link to this news (বর্তমান)