• বজবজ পুরসভার পুষ্প প্রদর্শনী
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: শনিবার থেকে বজবজ পুরসভার মাঠে শুরু হল পুষ্প-কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এবার ২৫ বছরে পা দিল প্রদর্শনী। রকমারি ফুলের সম্ভার নিয়ে হাজির কাকদ্বীপ থেকে বারাকপুরের নানা প্রতিষ্ঠান। কলকাতা পুরসভাও অংশ নিয়েছে ফুল নিয়ে। গোলাপ, ডালিয়া সহ আরও নানা জাতের ফুল শোভা পাচ্ছে প্রদর্শনীতে।


    প্রতিযোগিতায় এবার জোর লড়াই হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এদিন সন্ধ্যায় উদ্বোধন করেন বিধায়ক অশোক দেব। কাউন্সিলার সহ উপস্থিত ছিলেন বিশিষ্টরা। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, ‘চারদিন হাজার হাজার মানুষ ফুলের এই জলসায় হাজির হবেন। এমন আশা করছি। কার্যত এটা বজবজের মানুষের কাছে বারো মাসে তেরো পার্বণের মতো হয়ে গিয়েছে। সব কাজে ফুল লাগে। সে কারণে ফুলচাষকে আরও বাড়াতে উৎসাহ দেওয়ার জন্য এই উদ্যোগ।’
  • Link to this news (বর্তমান)