নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১১ বছর পর বড়তলা থানা এলাকার এক চুরির মামলায় প্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন জামিনে থাকা অভিযুক্ত দুই রূপান্তরকামী। ব্যাঙ্কশালের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত ওই আদেশ দেয়। জানা গিয়েছে, ২০১৪ সালে উত্তর কলকাতার বড়তলা থানা এলাকা থেকে সোনার হার, টাকা, ঘড়ি প্রভৃতি চুরির অভিযোগে দুই রূপান্তরকামীকে গ্রেপ্তার করে। পরে তাঁরা জামিন পান। পুলিস তদন্ত শেষ করে ব্যাঙ্কশালের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট পেশ করে। সাক্ষ্য‑প্রমাণের অভাবে বিচারক মামলা থেকে দুই অভিযুক্তকেই বেকসুর খালাস দেন। আদালতে অভিযুক্তদের কৌঁসুলির বক্তব্য ছিল, মামলায় সাক্ষীদের বয়ানে রয়েছে নানা অসঙ্গতি। সিজার লিস্ট ছাড়াও উদ্ধার হওয়া জিনিসপত্র নিয়ে একাধিক গরমিল সামনে আসে।