নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে তদন্তে নামল হুগলি জেলা স্বাস্থ্যদপ্তর। শনিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর চুঁচুড়া হাসপাতাল রোডের অভিযুক্ত নার্সিংহোমে তদন্তে গিয়েছিলেন। যদিও তিনি এনিয়ে মন্তব্য করতে চাননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সেখানে রোগী ভর্তি করতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। সম্প্রতি পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্য অপর্ণা পাত্র চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল রোডের ওই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তিনি প্রসূতি বিভাগে ভর্তি হন। কিন্তু সন্তান প্রসবের পরে তাঁর আর জ্ঞান ফেরেনি। তাঁকে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন যে, অপর্ণাদেবীর ৮০ শতাংশ ব্রেন ডেথ হয়েছে। এরপরই চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি কোমায় আছেন। শুক্রবার রাতে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ওই পঞ্চায়েত সদস্যাকে দেখতে গিয়েছিলেন। তাঁরাই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। তারপরেই আসরে নামে স্বাস্থ্যদপ্তর। এদিকে, শনিবার ওই পঞ্চায়েত সদস্যকে দেখতে গিয়েছিলেন সপ্তগ্রামে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন স্বাস্থ্যকর্তা তদন্ত করে যাওয়ার পরে নার্সিংহোমের হিসেবরক্ষক সন্দীপ দাস বলেন, আমরা তদন্তে সাহায্য করব। নতুন করে রোগী ভর্তি করতে নিষেধ করা হয়েছে। আমরা তাও মেনে নিয়েছি।