এই সময়: কলকাতায় কোনও নির্মাণ বেআইনি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুর আধিকারিকরা শাস্তির হাত থেকে রেহাই পাবেন না। বছরখানেক আগে গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে ১২ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই শহরে বেআইনি নির্মাণ রুখতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।
এ বার পুর আধিকারিকদের পাড়ায়–পাড়ায় বেআইনি নির্মাণ নিয়ে আপ–টু–ডেট থাকার জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ গড়ার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘কলকাতায় আগের থেকে বেআইনি নির্মাণ অনেক কমে গিয়েছে। তবে আরও কমিয়ে আনতে হবে। এ জন্য পুরসভার ইঞ্জিনিয়ারদের তৎপরতা প্রয়োজন। বেআইনি নির্মাণ শূন্যতে নামিয়ে আনতে হবে।’
এলাকায় বেআইনি নির্মাণ হচ্ছে কি না, সে বিষয়ে সব থেকে ভালো জানেন তাঁরা, পুর পরিষেবা পৌঁছে দিতে যাঁরা প্রতি দিন বিভিন্ন ওয়ার্ডে যান। বিভিন্ন বিভাগের সেই সব আধিকারিকরা বিল্ডিং বিভাগের সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করবেন। বেআইনি নির্মাণ নজরে এলে, ওই গ্রুপে তথ্য দিতে হবে। বিল্ডিং বিভাগের আধিকারিকরা সেই তথ্য অনুযায়ী বেআইনি নির্মাণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেবেন।