• এনবিএসটিসির সাপ্তাহিক ট্যুরে ভিড় বাড়ছে বয়স্কদের
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • দিব্যেন্দু সিনহা, জলপাইগুড়ি

    মাঝবয়সী বা যুবক–যুবতীরা নন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়ি ডিপোর সাপ্তাহিক ট্যুরে আগ্রহ দেখাচ্ছেন বয়স্ক ব্যক্তিরাই। গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া এই সাপ্তাহিক ট্যুরে বয়স্কদের সংখ্যা বাড়ছে।

    ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বর মাস থেকে এখনও পর্যন্ত ছ’টি ট্যুর হয়েছে। সেখানে অংশ নেওয়া পর্যটকদের মধ্যে প্রায় ৫০-৫৫ শতাংশ বয়স্ক ব্যক্তি ছিলেন। মাসখানেক আগে একটি ট্যুর করা হয়েছিল, যেখানে সব বয়স্করাই ছিলেন। তাঁদের কথা মাথায় রেখে একজন ট্যুর গাইড রেখেছে এনবিএসটিসি।

    এনবিএসটিসির জলপাইগুড়ি ডিপো থেকে পর্যটন পরিষেবা বাম আমলে শুরু হয়েছিল।কিন্তু কয়েক বছর চালানোর পরে তা বন্ধ করে দেওয়া হয়। এরপরে ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ফের এই পরিষেবা চালু করে। মূলত, সাপ্তাহিক ট্যুরের উপরেই বেশি নজর দিয়েছে জলপাইগুড়ি ডিপো কর্তৃপক্ষ।

    লাভা, জলঢাকা, ঝালং, বিন্দু, ডেলো ,ছাঙ্গে ফলস ছাড়াও রাজাভাতখাওয়া, জয়ন্তীকে কেন্দ্র করে প্যাকেজ ঠিক করা হয়েছে। পাশাপাশি জলদাপাড়া জঙ্গল সাফারি, জয়গাঁ, ফুন্টসিলিং, ফুলসিলিং ট্যুরও করানো হচ্ছ। গত সেপ্টেম্বর থেকে পরিষেবা শুরু করা হলেও প্রথম দিকে তেমন সাড়া পাওয়া যায়নি। পুজোর পর থেকে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে।

    জলপাইগপড়ির ডিপো ইনচার্জ নীহারকান্তি নাথ বলেন, ‘অবসরপ্রাপ্তরাই বেশি যোগাযোগ করছেন। ছেলেমেয়েদের কাছে সময় নেই। তাই বয়স্করা নিজেরাই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।’

    জলপাইগুড়ির পবিত্রপাড়ার বাসিন্দা এলআইসির অবসরপ্রাপ্ত কর্মী জ্যোতিষ সরকার বলেন, ‘এই ট্যুর আমাদের মতো বয়স্কদের রিফ্রেশমেন্ট বলা যেতে পারে। পর্যটকদের জন্য এনবিএসটিসির ব্যবস্থা অত্যন্ত ভালো।’ আরেক অবসরপ্রাপ্ত জিমুত বাসু বলেন, ‘একদিকে যেমন এই ট্যুরের খরচ কম, অন্যদিকে সমস্ত রকম সুবিধা দেওয়া হয়। তাই বয়স্করা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ট্যুরকেই বেছে নিচ্ছেন।’

  • Link to this news (এই সময়)