• ২ দিনের মাথায় মৈপীঠে ফিরল বাঘের আতঙ্ক, সাতসকালে মিলল টাটকা পায়ের ছাপ
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • ফের মৈপীঠে বাঘের আতঙ্ক। রবিবার মৈপীঠে গঙ্গার ঘাট সংলগ্ন লোকালয় লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরে। স্থানীয়দের দাবি, একটি নয় দুটি বাঘ ঠাকুরান নদী পার করে লোকালয় সংলগ্ন জঙ্গলে প্রবেশ করেছে। যদিও এই দাবি নিশ্চিত করেনি বন দপ্তর। 

    রবিবার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে। কতগুলি বাঘ লোকালয় সংলগ্ন জঙ্গলে প্রবেশ করেছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে। কিছুদিন আগেই মাকড়ি নদী পার করে কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ সংলগ্ন জঙ্গলে প্রবেশ করেছিল বাঘ। সেই সময়ে দক্ষিণরায়কে নিজের ঘরে ফেরাতে বিস্তর কসরত করতে হয়েছিল বন দপ্তরের কর্মীদের। 

    দীর্ঘ প্রচেষ্টার পর গত শুক্রবার সেই বাঘ জঙ্গলে ফিরে গিয়েছে বলে পায়ের ছাপ দেখে নিশ্চিত করেছিল বন দপ্তর। কিন্তু মাঝে ২ দিন গড়াতে না গড়াতে ফের একবার দক্ষিণরায় এসে হাজির। স্বাভাবিকভাবেই মৈপীঠের বাসিন্দারা আতঙ্কিত। 

    কেন বারবার লোকালয় সংলগ্ন জঙ্গলে এসে পড়ছে বাঘ? তা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। খাবারের সন্ধানেই কি দক্ষিণরায়কে নিজের ঘরের বাইরে বার হতে হচ্ছে? মৈপীঠবাসীদের একাংশ অবশ্য আঙুল তুলেছে চোরাশিকারীদের দিকে। তাঁদের দাবি, অনেক জায়গায় ফেন্সিং কেটে দিচ্ছে চোরাশিকারীরা। আর সেই কারণে বাঘ জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে। 

    যদিও  বন দপ্তরের দাবি, জঙ্গলে খাবারের ঘাটতি নেই। ফেন্সিং রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদীপথে পেট্রলিংও বাড়ানো হয়েছে। 

  • Link to this news (এই সময়)