• আঁধারে জুতো–বিভ্রাটে বিভ্রান্ত অশোক, গৌতম!
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনও সাহিত্য সভায় গেলে দরজার পাশে জুতো না-ছেড়ে কাগজে মুড়ে বগলে চেপে ভিতরে ঢুকতেন। তা নিয়ে হাসাহাসির শেষ ছিল না। শরৎচন্দ্র নিজেই কাগজে মোড়া পুটুলিকে বলতেন ‘পাদুকা পুরাণ’। শনিবার শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় একটি টেবল টেনিস অ্যাকাডেমির উদ্বোধনের গিয়ে তেমনই এক জুতো-বিভ্রাটের জেরে লজ্জায় পড়তে হলো শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে।

    ‘অর্জুন’ মান্তু ঘোষের টেবিল টেনিস অ্যাকাডেমি উদ্বোধনে শহরের দিকপালরা এদিন হাজির হয়েছিলেন। মেয়র গৌতম দেব, প্রাক্তন মোয়র অশোক ভট্টাচার্য ছাড়াও বিধায়ক শঙ্কর ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী একত্রিত হয়েছিলেন। নিজের বক্তব্য পেশ করার পরে মেয়র সভাস্থল ছেড়ে বেরিয়ে দেখতে পান নির্দিষ্ট জায়গায় তাঁর জুতো নেই।

    এ ক্ষেত্রে যেমন হওয়া উচিত, চতুর্দিকে ‘খোঁজ, খোঁজ’ রব শুরু হয়ে যায়। কে নিল মেয়রের জুতো? এপ্রশ্নে চারদিক তখন তোলপাড়। সে সময়ে মেয়রকে অপ্রীতিকর ওই পরিস্থিতি থেকে রেহাই দিতে এগিয়ে আসেন দার্জিলিং জেলা লিগাল এইডের সম্পাদক অমিত সরকার। নিজের জুতো জোড়া খুলে তিনি মেয়রকে এগিয়ে দেন। মেয়র সেটা পায়ে গলিয়ে বাড়ির দিকে রওনা দেন। গল্পের এখানেই শেষ নয়। কেন না, মেয়রের জুতো কোথায় গেল, এই প্রশ্নের উত্তর তখনও মেলেনি।

    ফলে জুতোর খোঁজ জারি থাকতে থাকতেই জানা যায়, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য তড়িঘড়ি মেয়রের জুতো ভুল করে পরে বাড়ি চলে গিয়েছেন। কারণ, অশোক আগেই অ্যাকাডেমি ছেড়ে চলে গিয়েছিলেন। বাড়ি ফিরে তিনি বুঝতে পারেন, অন্য কারও জুতো পরে বাড়ি ফিরেছেন।

    প্রাক্তন মেয়র পরে বলেন, ‘আরে, সিঁড়ির কাছে অন্ধকার ছিল। আমি তো বুঝতে পারিনি কার জুতো ওটা। অন্ধকারে এক জোড়া জুতো আমার মনে করে পরে নিই। বাড়িতে ফিরে বুঝতে পারলাম অন্য কারও জুতো পরে ফেলেছি।’ শহরের প্রবীণ এবং প্রাক্তন মেয়রের সঙ্গে তাঁর জুতো-বিভ্রাটে বেজায় বিব্রত মেয়রও।

    তিনি বলেন, ‘আরে, এটা নিয়ে এত হল্লার কী আছে। বয়স্ক মানুষ। ভুল করে পরে ফেলেছেন। এমনটা যে কেউ করতে পারতেন। আমার তো কোনও সমস্যা হয়নি। আমি অমিতের জুতো পড়ে বাড়িতে চলে এসেছি। পরে ওঁরা আমার জুতো ফিরিয়ে দেবে। এসব নিয়ে এত হল্লা না-হলেই ভালো হতো।’

  • Link to this news (এই সময়)