এই সময়, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার ঘরের টাকা সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে দিতে হবে। জলপাইগুড়ি জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েতে এই টাকা মিললেও ব্যতিক্রম পাহারপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার উপভোক্তারা এখনও টাকা পাননি বলে অভিযোগ উঠছে।
শনিবার এই বিষয় নিয়ে বৈঠক করেন পাহারপুর গ্রাম পঞ্চায়েতের ১৮/২২৭ নম্বর বুথের উপভোক্তারা। ১৫ দিনের মধ্যে টাকা না পেলে বিডিও অফিস ঘেরাওয়ের হুমকি দেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, ঘরের জন্য সার্ভে করা হয়েছে দু’মাস আগে।
এরপর কোনও এক অজ্ঞাত কারণে ইনকোয়ারি হচ্ছে না। বিজেপির অভিযোগ, শাসক দলের কিছু নেতার দাদাগিরির ফলে ইনকোয়ারি আটকে আছে। ওই নেতাদের কিছু খাস লোকের নামে ঘর এসেছে। ইনকোয়ারি হলে সেই নাম বাতিল হয়ে যেতে পারে।
পাহারপুর গ্রাম পঞ্চায়েতে ৩৩০৭ জনের নাম ঘর এসেছে। নভেম্বরে তালিকা ধরে সার্ভেও করা হয়। অথচ দু’মাস পার হয়ে গেলেও এখনও ফাইনাল ইনকোয়ারি হয়নি বলে অভিযোগ। উপভোক্তা কৌশল্যা রায় বলেন, ‘শোনা যাচ্ছে ঘরের টাকা এসেছে। কিন্তু কেউ টাকা পায়নি।’
বৃদ্ধা কালোবালা দেবনাথের ঘর ভেঙে গিয়েছে। বর্ষায় জল পড়ে। অথচ, ঘরের টাকা পাচ্ছেন না। জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ বলেন, ‘যাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাঁরা নিশ্চই দ্বিতীয় পর্যায়ের টাকা পাবেন।’ জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার বলেন, ‘ওই গ্রাম পঞ্চায়েতে সার্ভে এবং ইনকোয়ারি সবই হয়েছে। কেনও ওই অঞ্চলের উপভোক্তারা টাকা পাননি, সেটা খোঁজ নিয়ে দেখা হবে।’