এই সময়, শিলিগুড়ি: ২৫ জানুয়ারি ‘টক টু মেয়র’–এর শততম অনুষ্ঠান। ওই দিন শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মুখোমুখি হয়ে সমস্যার কথা শুনবেন। শনিবার ৯৯তম ‘টক টু মেয়র অনুষ্ঠান শেষে এই কথা জানিয়েছেন মেয়র গৌতম দেব।
শিলিগুড়ি পুরনিগম সূত্রে খবর, দীনবন্ধু মঞ্চে হতে পারে এই অনুষ্ঠান। সেখানে লাইভ ফোন ইনের পাশাপাশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সামনাসামনি কথা বলবেন মেয়র। এ দিন গৌতম বলেন, ‘আমি শততম ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে সামনাসামনি কথা বলব।
সিপিএমের বোর্ড থাকাকালীন হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর প্রথা চালু হয়েছিল। কিন্তু সেই সময়ে সেটি মুখ থুবড়ে পরে। আমাদের ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ছোট–বড় সব সমস্যার কথাই সাধারণ মানুষ আমাদের জানান।’
শিলিগুড়ি পুরনিগমে তৃণমূলের প্রশাসক বোর্ড আসার পরই এই অনুষ্ঠান শুরু করা হয়েছিল। ব্যাপক সাড়া মেলায় তৃণমূল বোর্ড আসার পর ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চালু করেন। এটি চালুর পর বিভিন্ন এলাকায় সমস্যা কাউন্সিলরদের বদলে মেয়রকেই ফোন করে জানান বিভিন্ন ওয়ার্ডের নাগরিকেরা।
অনেকে আবার পুরনিগমের বাইরে থেকেও ফোন করে নিজেদের সমস্যার কথা জানান গৌতমকে। তাই এখনও অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন তিনি। শততম ‘টক টু মেয়র’ অনুষ্ঠানটি অন্যরকম করতে পড়ুয়াদের মুখোমুখি হয়ে শহরের সমস্যার কথা শুনতে চান মেয়র। তাই শহরের সমস্ত স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের ২৫ জানুয়ারি পুরনিগমের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে। পড়ুয়াদের মুখোমুখি হলেও লাইভ ফোন ইন অনুষ্ঠানও ওই দিন চালু থাকবে।