উত্তরে তুষারপাত, দক্ষিণে গায়েব ঠান্ডা! মকর সংক্রান্তিতে বাংলায় কেমন থাকবে আবহাওয়া? ...
আজকাল | ১২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পৌষের শেষদিকে তাপমাত্রার পারদের ওঠানামা অব্যাহত রয়েছে। আজ, রবিবার দক্ষিণবঙ্গে যেমন তাপমাত্রা বাড়ল, উল্টোদিকে হাড়কাঁপানো ঠান্ডার আমেজ রয়েছে উত্তরবঙ্গে। উত্তরের একাধিক জেলায় তুষারপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মকর সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?
আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু'দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তারপর আরও তিনদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডার আমেজ থাকবে না দক্ষিণবঙ্গে।
আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আগামী দু'দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। তারপর আরও তিনদিন তাপমাত্রার পরিবর্তন হবে না। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি, তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামিকাল, সোমবারেও দার্জিলিংয়ে একই আবহাওয়া থাকবে। ঘন কুয়াশার দাপট থাকবে সব জেলাতেই।