আজকাল ওয়েবডেস্ক: রবিবার বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব। এই উপলক্ষে মঠ চত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর ৫টায় মঙ্গলারতি দিয়ে পুজো শুরু হয়। তারপর থেকে চলছে বিশেষ পুজাপাঠ, বেদপাঠ ও স্তবগান।
এদিন স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি। সকালে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। যোগ দেন বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পড়ুয়া ও শিক্ষার্থীরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় স্বামীজীর ছবি সহযোগে ঠাকুরের গান গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করেন সকলে। বেলুড় মঠ-সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনভর স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, দুপুর তিনটেয় ধর্মসভা, সন্ধ্যায় সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে, এমনটাই জানা গেছে।
স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে ভক্তদের সমাগম হয়েছে। বহু দূরদূরান্ত থেকে ভক্তদের ভিড়ে জমজমাট বেলুড় মঠ।