• সপ্তাহান্তে শহরে বাড়ল তাপমাত্রা, কলকাতায় অধরাই হাড়কাঁপানো ঠান্ডা
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মকর সংক্রান্তিতে কলকাতাবাসীকে হতাশই হতে হবে। কারণ পৌষের শেষে এসে শহরে বাড়ল তাপমাত্রা। গত কয়েকদিন জমাটি ঠান্ডা থাকলেও রবিবার কলকাতায় শীতের দাপট বাড়ল। এক ধাক্কায় প্রায় ১-২ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। ফলে সপ্তাহান্তে এসে হতাশ শীতপ্রেমী কলকাতাবাসী।


    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, আজ রবিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ ডিগ্রি ও ২২ ডিগ্রি। গতকাল এই সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত পরিষ্কারই।


    হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২ দিন কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা রয়েছে। ফলে সকালে বা রাতের দিকে তাপমাত্রা খুব বেশি বাড়বে না। কিন্তু দিনের বেলায় ঠান্ডা থাকলেও, জমাটি শীতের প্রত্যাশা নেই। ফলে মকর সংক্রান্তিতে হাড়কাঁপানো ঠান্ডার প্রত্যাশা ত্যাগ করতে হচ্ছে কলকাতাবাসীকে। তবে উত্তরবঙ্গে আগামী সপ্তাহে পারা কিছুটা নামবে।
  • Link to this news (বর্তমান)