• উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যারাথনে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু ১৯ বছরের পড়ুয়ার
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বছর ১৯-এর রিয়াস রাই। এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ‘ফিট অ্যান্ড ফাইন’ ছিলেন তিনি। কিন্তু দৌড়তে গিয়ে হঠাৎ ঘটে বিপত্তি। মাঝপথে  আচমকা বুকে ব্যথা অনুভব করেন ওই ছাত্র। বসে পড়েন মাঝপথেই। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় রিয়াসের। কোচবিহার এমজেএন  মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সৌরদীপ রায় জানিয়েছেন, ওই ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। যদিও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

    ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় শোকের ছায়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অধ্যাপকদের মধ্যে। তার থেকেও উদ্বেগ বাড়াচ্ছে রিয়াসের মৃত্যুর কারণ। তরতাজা তরুণের হঠাৎ করে কী হলো? তবে কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর? উঠছে একাধিক প্রশ্ন।



    রবিবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে ৮ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আর সেখানেই অংশ নিয়েছিলেন রিয়াস। তাঁর বন্ধুরা জানাচ্ছেন, রিয়াস দৌড় শুরুর আগে সুস্থই ছিলেন। তাঁর কোনও শারীরিক সমস্যার কথা তাঁদের অন্তত জানা ছিল না। দৌড়ে ৭ কিলোমিটার পথ পারও করে ফেলেছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের এক কিলোমিটার আগে অসুস্থ হয়ে পড়েন রিয়াস। 

    প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎ বসে পড়েছিলেন তিনি। ওই ছাত্র অসুস্থ বুঝতে পেরে তড়িঘড়ি তাঁকে প্রথমে পুন্ডিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রদ্যুৎ কুমার পাল জানিয়েছেন, ওই ছাত্রের বাড়ি গোরুবাথানে। পরিবারকে জানানো হয়েছে। খবর দেওয়া হয়েছে পুলিশেও। জানা গিয়েছে, ওই ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সেই রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পাশাপাশি ওই ছাত্রের অতীতে হৃদরোগের কোনও সমস্যা ছিল কি না, তাও জানার চেষ্টা করছে পুলিশ।



    (তথ্য সহায়তা চাঁদ কুমার বড়াল)

  • Link to this news (এই সময়)