• দেড় মাস পুরোপুরি মেট্রো চলাচল বন্ধ গ্রিন লাইনে
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • প্রায় দেড় মাস গ্রিন লাইনে বন্ধ থাকছে সম্পূর্ণ মেট্রো পরিষেবা। এই খবরে কপালে হাত পড়তে পারে বহু মানুষের। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পুরোপুরি মেট্রো চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ— এই অংশে পুরোপুরি মেট্রো চলাচল বন্ধ থাকবে। সিগন্যাল ব্যবস্থার আমূল পরিবর্তন করতেই এমন সিদ্ধান্ত বলে মেট্রো রেল সূত্রে খবর।

    শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৪ কিলোমিটার পথে বউবাজারের কাছে মেট্রোর কাজ করতে গিয়ে বারবার ঠোক্কর খেতে হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষকে। তাই এই অংশে বিশেষ ভাবে কাজও করতে হয়েছে।

    এর পরই খতিয়ে দেখা গিয়েছে, মেট্রোর সিগন্যাল ব্যবস্থার খোলনলচে না বদলে ফেললে, সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা চালু হলে, দু দিন অন্তর হয়ত সিগন্যাল ব্যবস্থার কারণে ভুগতে হবে যাত্রীদের।

    মেট্রো সূত্রে খবর, এক ফরাসি সংস্থা এই সিগন্যাল ব্যবস্থার কাজ করবে। প্রায় দেড় মাস সময় লাগবে এই কাজের জন্য। সেই সময় মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। অর্থাৎ আগামী মাসের ৮ তারিখ থেকে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। গঙ্গার নীচে মেট্রোর যে পথ দেড় মাস বন্ধ রেখে চলবে সিগন্যালের কাজ। অন্য দিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত এই সময়ের মধ্যে মেট্রো চলবে না।

    প্রসঙ্গত, এর আগে মেট্রোর তরফে জানানো হয়েছিল, ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে। লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলার কারণেই মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল কলকাতা মেট্রো।

  • Link to this news (এই সময়)