• চুঁচুড়ায় শ্যুটআউট, সামান্য বচসা বদলে গেল রক্তারক্তি কাণ্ডে
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • বাড়ির সামনে কেন নোংরা করা হয়েছে? সামান্য কারণে বচসা। বাকবিতণ্ডার মাঝেই গুলি চালিয়ে দিলেন এক ব্যক্তি। গুলিতে আহত এক মহিলা-সহ দুই। আহতরা হলেন সুরজিৎ বসু (৩২), নমিতা বসু (৫৫)। দু’জনকেই চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল সাহাগঞ্জ এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে আটক করা হয়েছে।

    সাহাগঞ্জ ঝাঁপপুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তাঁর পোষা হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। সুরজিৎ বসুর পাশের বাড়িতেই থাকেন প্রতিবেশী সুনীল দেবনাথ। পুকুরের পাড় নোংরা হচ্ছে বলে সুরজিৎ-এর সঙ্গে ঝগড়া শুরু করেন সুনীল। অভিযোগ, নিজের কাজের পর জায়গাটি ধুয়ে পরিষ্কার করে দেওয়ার কথা জানালেও সুরজিৎ-এর সঙ্গে বচসা চালাতে থাকেন অভিযুক্ত ব্যক্তি।

    স্থানীয়দের দাবি, বচসার মাঝেই সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেন অভিযুক্ত। ছেলেকে পুকুরে ফেলে দেওয়া হয়েছে দেখে ছুটে আসেন সুরজিৎ-এর মা নমিতা দেবী। সেই সময়ে ঘর থেকে একটি দোনালা বন্দুক এনে মা ও ছেলেকে লক্ষ্য করে গুলি করেন অভিযুক্ত।

    স্থানীয়রা তড়িঘড়ি দু’জনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথাবলে পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বন্দুকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)