• ‘স্বামীজি সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন...’, বিবেকানন্দের জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • বাংলার মাটি বরাবরই সর্ব ধর্ম সমন্বয়ের ধারক, বাহক। আগামী দিনে যেন সেই পথেই চলে বাংলা। স্বামীজির জন্মতিথিতে সেই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামীজির মনন, চিন্তন, বাণী, কর্মপদ্ধতি আজকের সমাজেও সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

    সোমবার উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটায় গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। স্বামীজির বাড়ি ঘুরে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘স্বামীজির অবদান যতদিন আমরা বেঁচে আছি, ততদিন আমরা ভুলতে পারব না।… স্বামীজি যে ভাবে সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছেন, ভারতবর্ষকে তাঁর সময়ে পথ দেখিয়েছিলেন, আজকে আমাদের সেই কথাগুলো সকলের স্মরণ করা উচিত।’

    স্বামীজির জন্মতিথিতেই গোটা দেশ জুড়ে ‘যুব দিবস’ পালিত হচ্ছে। যুব সমাজের প্রতি অভিষেকের বার্তা, ‘স্বামীজির মন্ত্রে ব্রতী হয়েই যেন আমরা আগামী দিনের সমস্ত কাজ করি, সমাজ গঠনে আত্মনিয়োগ করি, সেটাই আমি চাইব।’

    রবিবার জন্মভিটা উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের বাড়ির পাশাপাশি বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, তাঁর পদধূলিধন্য আলমবাজার ও বরাহনগর মঠ-সহ বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে মর্যাদার সঙ্গে বিবেকানন্দের জন্মতিথি পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কুচকাওয়াজ, বৃক্ষরোপণ, সেমিনার, স্মারক বক্তৃতা, প্রদর্শনী-সহ একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

  • Link to this news (এই সময়)