আজকাল ওয়েবডেস্ক: সাত বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের রামনগরে। শিশুকে যৌন হেনস্তার অভিযোগ তুলে থানাতে তুমুল বিক্ষোভে সামিল স্থানীয় মহিলারা। পুলিশের কাছে পরিবার অভিযোগ জানিয়েছে, রামনগর থানা এলাকার বাধিয়াতে ফারুক কাজী নামের এক যুবক সাত বছরের শিশুকে বাঁশ বাগানে ডেকে নিয়ে গিয়ে হেনস্তা করেছে।ওই যুবকের সঙ্গে আরও দুই যুবক ছিল বলেও অভিযোগ। রামনগর থানায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে বাড়ির কিছুটা দূরে ভাইকে স্কুল থেকে বাড়ি আনার জন্য গিয়েছিল শিশুটি। ফাঁকা জায়গায় তাকে টোপ দিয়ে অভিযুক্তরা নিয়ে যায় পাশের বাঁশ বাগানে। ওই সময় পাশের একটু দূরের রাস্তা দিয়ে পথচলতি লোকজন যাওয়ায়, ভয়ে শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় যুবক ও তার সঙ্গীরা। এরপর শিশুটি বাড়ি এসে সব জানায়।তারপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
পরিবারের থেকে পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এখনও অধরা যুবক ও তার সঙ্গীরা। ইতিমধ্যে বিজেপি ঘটনাকে ঘিরে প্রতিবাদে সামিল হয়েছে। অবিলম্বে দোষী গ্রেপ্তার না হলে, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি।