আজকাল ওয়েবডেস্ক: একবার নয়, সাম্প্রতিক সময়ে একাধিকবার জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ ঢোকার ঘটনা ঘটেছে। ফের লোকালয়ে বাঘের আতঙ্ক মৈপীঠে। জানুয়ারির শুরু থেকেই তীব্র আতঙ্ক এলাকায়। ফের একই আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা।
সুন্দরবনের কুলতলি মৈপীঠের মানুষের সঙ্গে দক্ষিণ রায়ের লুকোচুরি খেলা শেষ আর হচ্ছে না। স্থানীয় সূত্রের খবর, ফের বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন মৈপীঠের বাসিন্দারা। এবার আর এক নয়, একসঙ্গে জোড়া বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন বলে দাবি।
দিনকয়েকআগে, ৬ নম্বর বৈকন্ঠপুর বাঘের আতঙ্কে ঘুম চলে গিয়েছিল গ্রামের মানুষের। ফের, রবিবার ফিরে এল একই আতঙ্ক। এদিন সকালে মৈপীঠ গঙ্গার ঘাট সংলগ্ন লোকালয়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায় বলে খবর স্থানীয় সূত্রে।
তারপরেই খবর দেওয়া হয়েছে বনদপ্তরের রায়দীঘি রেঞ্জের চিতুরি বিট অফিসে। স্থানীয়দের দাবি, একসঙ্গে দুটি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে এদিন লোকালয়ে এসেছে।
কীভাবে বাঘ বারবার লোকালয়ে আসছে, সেই প্রশ্নই ভাবাচ্ছে স্থানীয়দের। অনেকেই মনে করছেন উত্তর বৈকুণ্ঠপুরের বাঘ জঙ্গলে গিয়ে আবার বেরিয়ে নদী পার হয়ে মৈপীঠ বৈকন্ঠপুর ফিরেছে। এলাকায় নজর রাখছেন বনদপ্তরের কর্মীরা। পাতা হয়েছে নাইলনের জাল।