• গঙ্গাসাগর মেলায় অসুস্থ হয়ে পড়েন, ২ পুণ্যার্থীকে নিয়ে আসা হল লিফটে, ভর্তি এমআর বাঙ্গুর-এ...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগর মেলা, প্রতিবছর দেশ বিদেশের বহু পুণ্যার্থীর সমাগম ঘটে এই মেলায়। বহুদিন আগে থেকেই সব রকমের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন দুই পুণ্যার্থী। তাঁদের দু'বার এয়ার লিফট করে নিয়ে আসা হল হাওড়ায়। তাঁদের দুজনকেই এমআরবাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। সেখানেই চিকিৎসা চলছে  

    গঙ্গাসাগর মেলায় রবিবার প্রথমে ঠাকুর দাস নামে বছর সত্তরের বৃদ্ধকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এসেছেন উত্তরপ্রদেশ থেকে। তাঁকে দ্রুত উদ্ধার করে হেলিকপ্টার এম্বুলেন্সে পাঠানো হয় হাওড়া ডুমুরজলা হেলিপ্যাডে। ভর্তি করানো হয়েছে এমআরবাঙ্গুরে। 

    পরে, দুপুরে মহারাণী মন্ডল নামে, ৮৫ বছরের বৃদ্ধাকে হেলিকপ্টারে পাঠানো হয় হাওড়ায়। ক্যানিং-এর বাসিন্দা মহারানীকে হেলিকপ্টার থেকে নামিয়ে দ্রুত এমআরবাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঠান্ডা ও উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে।

    সোমবার গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাগরে পূন্য স্নান হবে আগামী ১৪ জানুয়ারী। গঙ্গা সাগরে ভিড় জমবে সাধু সন্ন্যাসী থেকে সাধারণ পূণ্যার্থীদের। এবছর গঙ্গা সাগরে প্রায় এক কোটির বেশি পূণ্যার্থীর সমাগম হবে বলে মনে করা হচ্ছে। আগেই জানানো হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারের মাধ্যমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁদের উদ্ধার করে কলকাতার হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থাও রাখা হচ্ছে। গত বছরও অসুস্থ ১৩ জনকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছিল। যাত্রী পরিবহনের ক্ষেত্রে এবার আরও অনেক সুবিধা পাবেন যাত্রীরা। বাবু ঘাট থেকে সরাসরি কচুবেড়িয়া, সেখান থেকে মেলা পর্যন্ত একটি টিকিটেই যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
  • Link to this news (আজকাল)