শিলিগুড়ি থেকে উদ্ধার এক কোটি টাকার কোকেন, বড়সড় সাফল্য এসটিএফের...
আজকাল | ১২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ডাঙ্গিপাড়াতে হানা দিয়ে বেঙ্গল এস টি এফের শিলিগুড়ি ইউনিট প্রায় এক কোটি মূল্যের কোকেন বাজেয়াপ্ত করল। আটক করা হয়েছে এক মাদক পাচারকারীকে। জানা গিয়েছে, স্থানীয় পানশালায় নেশাগ্রস্তদের সরবরাহ করার জন্যই আনা হয়েছিল এই নিষিদ্ধ মাদক। ইতিমধ্যেই এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে শিলিগুড়ি থানায়। এসটিএফ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি ইউনিটের এসটিএফের একটি দল ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা ৪২ বছরের শারতাজ আলম ওরফে আলি ভাইয়ের বাড়িতে হানা দেয়।
অভিযান চালিয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে ৯৩ গ্রাম কোকেন উদ্ধার করেছে এসটিএফ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এই মাদক স্থানীয় পানশালা সহ বিভিন্ন জায়গায় বড় অঙ্কের লাভে বিক্রি করত। উদ্ধার হওয়া কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, আলি ভাইকে শিলিগুড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে এসটিএফ। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে শিলিগুড়ি থানার পুলিশ। এসটিএফ সূত্রে খবর, এই ঘটনাটি শুধুমাত্র একটি মাদক চক্রের অংশ এবং তদন্তের মাধ্যমে পুরো র্যাকেটটি প্রকাশ্যে আনার চেষ্টা চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত আলিকে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে।