• চিতার আতঙ্কে ঘুম উড়েছে, খাঁচায় ছাগলের ফাঁদ পেতেও স্বস্তি নেই, কী বলছে বনদপ্তর?...
    আজকাল | ১২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চিতাবাঘের আতঙ্ক কিছুতেই কাটছে না মথুরা চা বাগানে। এখনও পর্যন্ত তিনটি চিতাবাঘ ধরা পড়লেও স্বস্তিতে নেই স্থানীয় বাসিন্দারা। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগানে গত ১৫ দিন ধরে শ্রমিকরা কাজে যেতে চাইছেন না। চা বাগানে একাধিক চিতাবাঘ আশ্রয় নিয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে, বনদপ্তরের তরফে চা বাগানে লাগাতার খাঁচা পেঁতে চিতাবাঘ উদ্বার করা হচ্ছে। নতুন করে খাঁচা বসানো হলেও সেই খাঁচায় ছাগল দিচ্ছেন গ্রামবাসীরা। গত ডিসেম্বর মাসে মথুরা চা বাগান থেকে মোট তিনটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। সেগুলোকে উদ্ধার করে প্রাথমিক চিকৎসার পর জলদাপাড়ার জঙ্গলে ছাড়া হয়। 

     

    চিতার আতঙ্কে স্কুলে যেতে পারছে না পড়ুয়ারাও। বনদপ্তর টহল দিচ্ছে প্রতিনিয়ত। শুক্ল টপ্পো নামে এক চা শ্রমিক জানান, ‘সকালে উঠে বাগানে কাজে যেতে হয় আমাদের। মাঝে মাঝেই চিতাবাঘ দেখা যায় বাগানে। আমরা ভয়ে পালিয়ে চলে আসি। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাগানে কাজ করতে হয়। আমরা বনদপ্তরকে জানালে তাঁরা এসে টহল দিচ্ছেন প্রতিনিয়ত। বনদপ্তরের পক্ষ থেকে খাঁচা বসিয়ে দিয়ে গেছে। এর আগে তিনটে বাঘ ধরা পড়েছে’। মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভার বক্তব্য, ‘আমরা সবসময়ই সাধারণ মানুষকে সতর্ক করছি। বনদপ্তরকে জানানো আছে। তারা সবসময়ই টহল দিচ্ছে। খাঁচা বসিয়ে রাখছে। তিনটে চিতাবাঘ ধরা পড়েছে। এলাকায় আরও থেকে থাকলে আবার ধরা পড়বে।
  • Link to this news (আজকাল)