গঙ্গাসাগর থেকে ফেরার পথেই আচমকা হৃদরোগ, মৃত্যু উত্তরপ্রদেশের বাসিন্দার
আজকাল | ১২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগর মেলার শুরুতেই বিপত্তি। গঙ্গাসাগর থেকে পুণ্য স্নান সেরে ফেরার পথে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। পুলিশ জানিয়েছে, অদেশ সিং তিওয়ারি (৫৯) উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বচ্চনপুর গ্রামের বাসিন্দা। গত ৮ জানুয়ারি পাঁচ জন আত্মীয়ের সঙ্গে গঙ্গাসাগর এসেছিলেন তিনি। গঙ্গাসাগর থেকে ফিরে গিয়ে রবিবার দুপুরে নামখানা বাসস্ট্যান্ডে স্নান করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে তড়িঘড়ি চিকিৎসকেরা ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা করেন। এরপর পুলিশ প্রশাসনের তরফে ওই ব্যক্তিকে উদ্ধার করে কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, মেলা চত্বরে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি পরিষেবা রাখা হয়েছে প্রশাসনের তরফে। সম্প্রতি আউট্রাম ঘাট থেকে মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, কেউ অসুস্থ হয়ে পড়লে ৫১৫ বেডের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরাও থাকবেন। প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময় শুরু হবে। চলবে ১৫ জানুয়ারি (বুধবার) সকাল ৬ টা ৫৮ মিনিট পর্যন্ত।