• পৌষের শেষেও শীত নেই বাংলায়, ঠান্ডা কি এবছর আর পড়বে না? আপডেট
    আজ তক | ১২ জানুয়ারি ২০২৫
  • পৌষ সংক্রান্তি আসন্ন হলেও রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বৃদ্ধি পাবে।

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং সংলগ্ন পাহাড়ি অঞ্চলে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    দক্ষিণবঙ্গের পরিস্থিতি
    কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং দুই ২৪ পরগনা জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে। কলকাতায় শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি।

    শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা কম, কারণ উত্তুরে হাওয়ার গতি কমে গিয়ে পূবালী হাওয়া বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯১ শতাংশের মধ্যে থাকায় দিনের শেষে আকাশ পরিষ্কার হবে।

    পাশ্ববর্তী রাজ্যগুলির পূর্বাভাস
    দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং বিহারে অতিঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। এছাড়া, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    পরবর্তী পূর্বাভাস
    আবহাওয়া দফতরের মতে, পৌষ সংক্রান্তির সময় রাজ্যে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। শীতের প্রকোপ কম থাকার পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, কুয়াশার কারণে সকাল এবং রাতের ভ্রমণে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

     
  • Link to this news (আজ তক)