• 'হাসিনা যতদিন চান, ততদিন তাঁকে ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত'
    আজ তক | ১২ জানুয়ারি ২০২৫
  • 'ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যতদিন তিনি চান, ততদিন ভারতে থাকার অনুমতি দেওয়া উচিত,' মত কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ারের। শনিবার কলকাতায় এক সাহিত্য অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন কূটনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি গত মাসে ঢাকা সফর করে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছেন। অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এভাবেই আলোচনা জারি রাখা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা প্রয়োজন।'

    শেখ হাসিনা(৭৭) গত ৫ অগাস্ট থেকে ভারতে আছেন। 

    ইতিমধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি তুলেছে বাংলাদেশ। সেই প্রসঙ্গে মণি শঙ্কর আইয়ার বলেন, 'শেখ হাসিনা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। তাঁকে আশ্রয় দেওয়ায় আমি খুশি। আমার মতে, তিনি যতদিন চান, সেটা যদি আজীবনও হয়, ততদিনই আমাদের তাঁকে অতিথি হিসাবে গ্রহণ করা উচিত।'

    বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার প্রসঙ্গে মণি শঙ্কর আইয়ার বলেন, 'এই ধরনের ঘটনার খবর সত্যি।' তবে তাঁর দাবি, এগুলি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে।

    তিনি বলেন, 'এগুলি অনেকটাই রাজনৈতিক মতপার্থক্যের কারণে হচ্ছে। অনেক ক্ষেত্রেই হিন্দুদের উপর যে হামলা হচ্ছে, সেটা আসলে শেখ হাসিনার সমর্থকদের লক্ষ্য করেই করা হচ্ছে।'

    মণি শঙ্কর আইয়ার বলেন, 'পাকিস্তানিদের সঙ্গে ভারতীয়দের সাংস্কৃতিক মিল রয়েছে।' তিনি বলেন, 'আমি তামিল, আর আমার স্ত্রী পঞ্জাবি। একজন পাকিস্তানি পাঞ্জাবি ও আমার স্ত্রীর মধ্যে যেটুকু পার্থক্য, তার চেয়ে  আমার ও আমার স্ত্রীর মধ্যে পার্থক্য অনেক বেশি।'

    মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'আমাদের সার্জিক্যাল স্ট্রাইক করার সাহস আছে, কিন্তু এই সরকারের টেবিলে বসে আলোচনার সাহস নেই।'

    পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, 'এমন একটি দেশ যারা সন্ত্রাসবাদ ছড়ায়, আবার সন্ত্রাসবাদের শিকারও হয়।'

    তালিবান প্রসঙ্গে তিনি বলেন, 'তালিবানকে আফগানিস্তানে ক্ষমতায় আনার চেষ্টা পাকিস্তানই করেছিল। কিন্তু আজ সেই তালিবানেরই হুমকির মুখে তারা।'

    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসা করে মণি শঙ্কর আইয়ার বলেন, 'কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার মাধ্যমে মনমোহন সিংয়ের চার দফা চুক্তি ছিল। সেটা একটি বড় কূটনৈতিক সাফল্য ছিল।'

    'কাশ্মীর নিয়ে আলোচনার মাধ্যমে মনমোহন সিং দেখিয়েছিলেন যে সামরিক সরকারের সঙ্গেও ব্যবসা নিয়ে আলোচনা করাটা সম্ভব,' বলেন মণি শঙ্কর আইয়ার।

    আলোচনার শেষে মণি শঙ্কর আইয়ার তাঁর সাম্প্রতিক বইটি নিয়েও আলোচনা করেন। বইতে তিনি গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক, কংগ্রেস দলে তাঁর অভিজ্ঞতা, কেমব্রিজের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর মতামত তুলে ধরেন।'
  • Link to this news (আজ তক)