• কোচবিহারে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: কোচবিহারে মর্মান্তিক ঘটনা। উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম রিয়াস রাই (১৮)। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি শ্যুটিং ক্যাম্প সংলগ্ন এলাকায়। আজ, রবিবার বিবেক উৎসব উপলক্ষ্যে রাজ্যের একাধিক জায়গায় দৌড়ের আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষ্যে কোচবিহারেও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ও ম্যারাথন দৌড়ের আয়োজন করে। জানা গিয়েছে, প্রতিবছরই স্বামী বিবেকানন্দের জন্মদিনে ম্যারাথন দৌড়ের আয়োজন করে তারা। এবার তাতে অংশগ্রহণ করেছিলেন প্রায় ২৫০ জন প্রতিযোগী। এই দৌড়ে অংশ নেন রিয়াসও। এরপর পাতলাখাওয়া থেকে পুণ্ডিবাড়ি যাওয়ার সময়ে আট কিলোমিটারের ম্যারাথনের মধ্যে ৩ কিলোমিটার যাওয়ার পরই তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন। বসে পড়েন মাটিতে। ঘটনার পরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  • Link to this news (বর্তমান)