স্বামীর পরকীয়া ধরে ফেলতেই স্ত্রী-কে বেধড়ক মারধর, থানায় অভিযোগ দায়ের
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়ি: হাতেনাতে পরকীয়া ধরা পড়ে যেতেই স্ত্রী-কে বেধড়ক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের ব্যাঙকান্দি এলাকায়। রবিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ।
মহিলার অভিযোগ, তিনি বেশ কিছদিন ধরেই সন্দেহ করছিলেন তাঁর স্বামী পরকীয়ায় লিপ্ত। শনিবার স্বামী যখন ঘুমন্ত অবস্থায় ছিল, তখন তাঁর আঙ্গুলের ছাপ দিয়ে তিনি মোবাইল খোলেন। আর তারপরেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। স্বামীর পরকীয়া একেবারে হাতেনাতে ধরে ফেলেন তিনি। অভিযোগ, স্ত্রীর কাছে পরকীয়া ফাঁস হয়ে যেতেই তাঁকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্ত স্বামী।
শনিবার রাতে আহত অবস্থায় ওই গৃহবধূ বাড়ি থেকে বের হওয়ার পর মা-কে ফোন করে গোটা বিষয়টি জানান। তাঁর মা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকেরা জানান, মহিলার গায়ে মারধরের চিহ্ন রয়েছে। রবিবার ওই গৃহবধূ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।