হাওড়ায় গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছুটির দিনে শহরতলিতে ফের আগুন। গতকাল খোদ শিয়ালদহ স্টেশন চত্বরে আগুন লাগার পর, আজ হাওড়ার ডোমজুড়ে পাকুরিয়া মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ আগুন লাগল রাজ্য সড়কের পাশেই থাকা একটি দড়ির গোডাউনে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন শ্রমিকরা গোডাউনেই ছিলেন। আগুন লাগার পর তাঁরা নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই চেষ্টা ব্যর্থ হয় ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিসও।
দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করা হয়। স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। কী ভাবে সকাল বেলায় গোডাউনে আগুন লাগল, তাও এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।