• গর্ভবতী স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন স্বামী, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক পরিনতি যুবকের...
    ২৪ ঘন্টা | ১২ জানুয়ারি ২০২৫
  • মনোরঞ্জন মিশ্র: রবিবার একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়া জেলার কাশিপুর থানার পাহাড়পুরের এলাকাবাসী। গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাইকে করে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো স্বামীর। ঘটনায় গুরুতর জখম স্ত্রী। ঘটনাযর জেরে একাধিক ডাম্পারে অগ্নিসংযোগ উত্তেজিত জনতার। মৃত ব্যক্তির নাম নির্মল মন্ডল (৪০)। ঘটনার পরই গ্রামবাসীরা ডাম্পারের ধাক্কায় মৃত্যুর অভিযোগ তুলে পাহাড়পুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি পাথর ভাঙ্গা কেশর মিলে গিয়ে ভাংচুর চালায় । দুটি ডাম্পার গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ভেঙে দেওয়া হয় বেশ কয়েকটি ডাম্পার, একাধিক মোটর বাইক, কারখানার সিসি ক্যামেরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর ফেরার ঘাতক ডাম্পার চালক।

    জানা যায়, এদিন নির্মল মন্ডল তার গর্ভবতী স্ত্রী মঞ্জু মন্ডলকে নিয়ে চিকিৎসার জন্য বাইক করে তালাঝুড়ি আসছিলেন। মাঝপথে পাহাড়পুরের রাঙ্গুনিগোড়া গ্রামের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সজরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় নির্মল মন্ডল ও মঞ্জু মন্ডলকে নিয়ে আসা হয় কাশিপুর কল্লোলি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা নির্মল মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় স্ত্রী মঞ্জু মন্ডলকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। 

    কল্যানী মন্ডল নামে এক প্রতিবেশী বলেন এই ঘটনায় তাঁরা খুবই মর্মাহত। এরপরই উত্তেজিত জনতা পাহাড়পুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি পাথর ভাঙ্গা কেশর মিলে গিয়ে ভাংচুর চালায়। অগ্নিসংযোগ করে দেওয়া হয় কেশরের অফিস সহ দুটি ডাম্পার গাড়িতে। কৃষ্ণ হালদার নামে এক এলাকাবাসী জানান এই ঘটনার জেরে একাধিক ডাম্পারে ভাঙচুর চালানো হয়েছে, ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এডিশনাল এসপি (অপারেশন) অবিনাশ জোধাবর, রঘুনাথপুরের এসডিপিও রোহেদ শেখ সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)