বিধান সরকার: হাঁসের জন্য পুকুর থেকে গুগলি তোলা নিয়ে তুমুল বচসা। বাড়ির সামনে কেন নোংরা করছে এই নিয়ে শুরু ঝগড়া। রাগের জেরে মা ছেলেকে গুলি চালিয়ে দিলেন প্রৌঢ়। সুভদ্রা বসু ও তার ছেলে সুরজিৎ বসু আহত হন। ইতোমধ্যেই আহতদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে চন্দননগর পুলিসের গোয়েন্দারা।
জানা গিয়েছে, আজ দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তাঁর হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছে কাদা জলে এমন অভিযোগ তোলে প্রতিবেশী সুনীল দেবনাথ। এমনকি তিনি গালিগালাজ শুরু করেন। সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবে বললেও শোনেনা সুনীল। এরপরেই সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। পুকুর থেকে উঠতেই কাটারি নিয়ে তাড়া করে। সুরজিতের মা শুভদ্রা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। সুরজিৎ এর অভিযোগ সেই সময় সুনীল ঘরে গিয়ে তার দোনলা বন্দুক বের করে নিয়ে এসে গুলি চালিয়ে দেয়। তাতেই আহত হন মা ছেলে।
এর পরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিস। আইসি এসিপি ডিডির নেতৃত্বে পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিস। বন্দুক বাজেয়াপ্ত করেছে।