• হাঁসের খাবার নিয়ে বচসায় হুগলির সাহাগঞ্জে মা-ছেলেকে গুলি প্রৌঢ়র
    প্রতিদিন | ১২ জানুয়ারি ২০২৫
  • সুমন করাতি, হুগলি: হাঁসের জন্য পুকুর থেকে গুগলি তুলছিলেন এক ব্যক্তি। পুকুরের সামনে রাখায় অপরিষ্কার হয়েছে, তা নিয়ে শুরু হয় বচসা। তার জেরে মা ও ছেলেকে লক্ষ্য করে গুলি চালালেন প্রৌঢ়। এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির সাহাগঞ্জে তুমুল উত্তেজনা। সুভদ্রা বসু ও তাঁর ছেলে সুরজিৎ বসুকে বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশের গোয়েন্দারা।

    রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তাঁর হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হচ্ছে বলে অভিযোগ করেন প্রতিবেশী সুনীল দেবনাথ। অভিযোগ, গালিগালাজ শুরু করেন। সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবে বলে দাবি করেন। তা সত্ত্বেও অশান্তি ক্রমশ বাড়তে থাকে। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, সুরজিৎকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয় সুনীল। পুকুর থেকে উঠতেই কাটারি নিয়ে তাড়া করে সে। সুরজিতের মা শুভদ্রা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। অভিযোগ, সেই সময় প্রতিবেশী সুনীল ঘর থেকে দুনলা বন্দুক বের করে। কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে দেয়। তাতেই জখম হন মা ও ছেলে।

    স্থানীয়রা জড়ো হয়ে যান। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। আইসি, এসিপি এবং ডিডি-র নেতৃত্বে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি।
  • Link to this news (প্রতিদিন)