• গরুচোর সন্দেহে মেমারিতে গণপিটুনি, মৃত্যু প্রৌঢ়ের
    প্রতিদিন | ১২ জানুয়ারি ২০২৫
  • সৌরভ মাজি, বর্ধমান: গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারলেন এলাকার বাসিন্দারা। চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃত ওই ব্যক্তি ভিন রাজ্যের বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনায় এলাকায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়ায়। মেমারি থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা মেমারির আমদপুর অঞ্চলের মেরুয়া গ্রামে ঢুকেছিলেন। এলাকার একটি বাড়ির ভিতর ঢুকে তাঁরা গরু চুরির চেষ্টা করছিলেন। স্থানীয়রা সেসময় ঘুম থেকে উঠে পড়েছিলেন। কয়েকজন তাঁদের ওই বাড়ির ভিতর দেখে তাড়া করেন। অভিযুক্তরা ছুটে পালানোর চেষ্টা করে। বাকিরা পালিয়ে গেলেও এক ব্যক্তি বাসিন্দাদের হাতে ধরা পড়ে যান।

    ওই ভোরবেলায় তাঁকে ধরে শুরু হয় গণধোলাই। বেধড়ক মারের কারণে ষাটোর্ধ ওই ব্যক্তি বেহুঁশ হয়ে পড়েছিলেন। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তিকে উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়রা জানাচ্ছেন, ওই ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিলেন। ওই ব্যক্তিরা কোনওভাবেই আশপাআশের এলাকার বাসিন্দা নন। অন্য রাজ্য থেকেই তাঁরা গ্রামে হানা দিয়েছিলেন বলে দাবি স্থানীয়দের।

    তবে গণপিটুনিতে মৃত্যুর ঘটনার পর এলাকার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। গণপিটুনিতে ওই মৃত্যুতে কারা জড়িত, তাঁদের খোঁজ শুরু করেছে বলেও খবর।
  • Link to this news (প্রতিদিন)