কৃষ্ণনগরে এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার ১৩০ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
প্রতিদিন | ১২ জানুয়ারি ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। রবিবার সকালে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযানে উদ্ধার এই মাদক। একটি গাড়ি আটকে তল্লাশি করতেই বেরিয়ে আসে বস্তা বস্তা মাদক। প্রায় ১ কুইন্টাল ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত জোড়াকুটি এলাকা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছে। সেই মোতাবেক বিশাল পুলিশবাহিনী নিয়ে অভিযান চালায় এসটিএফ ও কোতোয়ালি থানার পুলিশ। সন্দেহজনক গাড়িটিকে আটক করতেই ভিতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার হয়। যার ওজন প্রায় ১ কুইন্টাল ৩০ কেজি। আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ টাকারও বেশি। গাড়িচালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায়। অন্যজন, মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা।
তবে এই গাঁজা কোথায় পাচার করা হচ্ছিল তা জানা যায়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে, উদ্ধার হওয়া গাঁজাগুলি কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। দিনেদুপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।