• 'মুখ্য়মন্ত্রীর বাড়ির কেউ সরকারি হাসপাতালে যায় না, আমেরিকায় যায়' দাবি শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ১২ জানুয়ারি ২০২৫
  • স্যালাইন কাণ্ডকে ঘিরে তোলপাড় গোটা রাজ্য। তার মধ্য়েই সোমবার কার্যত বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্য়মন্ত্রীর বাড়ির কেউ সরকারি হাসপাতালে যায় না,বেসরকারি হাসপাতালে যায় সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। এক কোটি টাকা ডিপোজিট রাখতে হয় এমন জায়গায় যায়। আমেরিকার রাষ্ট্রপতির ওখানে চিকিৎসা হয়। আমাদের সাধারণ মানুষকে মারছে। একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। সেই সঙ্গেই তিনি স্য়ালাইন কাণ্ড নিয়ে ইডির তদন্তের দাবি তুলেছেন।  

    স্যালাইন কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আমি টুইট করার পরে নির্দেশিকা দিয়েছে। ১৩জনের কমিটি যেটা গিয়েছিল রিপোর্ট দিয়েছে সন্ধ্যার পরে। অনেক কিছু হবে। ইডি যাতে এই তদন্তটা নেয়, সেটা আমরা দাবি করেছি। আমি নড্ডাজিকে বলেছি ডাইরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল আছে। তারা এসে ব্যবস্থা নিক। ইডি তদন্ত নিক। ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে দিয়ে তদন্ত করেছে। নারায়ণস্বরূপ নিগমকে কাস্টডিতে নিতে হবে। তিনি বলেন, দ্বিতীয় ডাইরেক্টরেট বহরমপুরের মুকুল ঘোষ। মুকুল ঘোষের সঙ্গে  সরাসরি কালীঘাটের যোগাযোগ আছে। জাল ওষুধ সরবরাহ করে। টাকার বিনিময়ে। সাধারণ মানুষকে মেরে ফেলছে। মুখ্য়মন্ত্রীর বাড়ির কোনও লোক সরকারি হাসপাতালে যায় না, প্রাইভেট হাসপাতালে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। হপকন্সে যায় যেখানে ১ কোটি টাকা ডিপোজিট রাখতে হয়। আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা করা হয়। আর আমাদের মতো সাধারণ মানুষকে মারছে। দাবি শুভেন্দুর। কার্যত বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। 

    তবে শুভেন্দুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কোনও বক্তব্য মেলেনি। তবে সূত্রের খবর, বিগত দিনে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে কি সেই ঘটনাকে খোঁচা দিয়েই শুভেন্দু সেই প্রসঙ্গ তুললেন? 

    অন্যদিকে এবার স্যালাইন কাণ্ড নিয়েও ইডি তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু। গোটা বিষয়টি তিনি জেপি নড্ডাকে জানিয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। 

    এদিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন প্রয়োগে এক প্রসূতির মৃত্যু হয়েছিল বলে খবর। এনিয়ে এসএসকেএম হাসপাতালে দ্রুত বৈঠকে বসেছিল স্বাস্থ্য় দফতরের ১৩ সদস্যের কমিটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্যালাইন থেকেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে ।

    প্রসূতি মামনি রুইদাসের মৃত্যুর খবরে গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। মাতৃহারা হয়েছে সদ্যোজাত। এদিকে সূত্রের খবর, আরও চারজন প্রসূতি অসুস্থ হয়ে পড়ে মেদিনীপুরে। এদিকে শনিবার স্বাস্থ্য দফতরের টিম মেদিনীপুরে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেছিল।

    এদিকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্য়ালাইন থেকেই ওই প্রসূতিরাও অসুস্থ হয়ে পড়েছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)