• 'আমাদের জন্যে ভালো কাজ করেছেন হাসিনা... ভারতে সারা জীবন থাকতে চাইলে...'
    হিন্দুস্তান টাইমস | ১২ জানুয়ারি ২০২৫
  • 'শেখ হাসিনা যত দিন চাইছেন, তত দিন তাঁকে ভারতে থাকতে দেওয়া উচিত', এমনই কথা বললেন প্রাক্তন কূটনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। এরই সঙ্গে তাঁর মত, ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনাও অব্যাহত থাকুক। এই আবহে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিকতম বাংলাদেশ সফরকে স্বাগত জানান মণিশঙ্কর আইয়ার। হাসিনাকে নিয়ে তিনি বলেন, 'আমি আশা করি, আমরা কেউই এটা নিয়ে কখনও দ্বিমত করব না যে শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন। আমি খুশি যে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, যতদিন তিনি চান ততদিন এখানে তাঁকে থাকতে দেওয়া উচিত। এমনকী যদি তিনি তাঁর বাকিটা জীবন এখানে কাটাতে চান, তাহলেও।' উল্লেখ্য, ১৬তম এপিজে লিটারেরি ফেস্টে যোগ দিতে কলকাতায় এসেছেন মণিশঙ্কর। তারই ফাঁকে সংবাদসংস্থা পিটিআইকে তিনি সাক্ষাৎকার দেন।



    উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ সকারের তরফ থেকে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়। আর এরই মাঝে রিপোর্টে দাবি করা হয়, সম্প্রতি নাকি ভারতে থাকার জন্যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত সরকার। আবার আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়ান হয়েছে। এদিকে এরই মাঝে হাসিনাকে সরকারি ভাবে ভারতে 'রাজনৈতিক আশ্রয়' দেওয়া হবে না বলে জানা গিয়েছে। কারণ এই সংক্রান্ত কোনও নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধ ভাবে তাঁকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।




    অপরদিকে সম্প্রতি গুম-খুনের মামলায় মুজিবকন্যার বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। রিপোর্ট অনুযায়ী, প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে আবার জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায়, তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাঁকে জেরা করতেও রাজি কমিশন। উল্লেখ্য, শুধুমাত্র এক 'নোট ভার্বাল' দিয়ে দিল্লি কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল ঢাকা। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে সব আনুষ্ঠানিকতা নাকি সম্পন্ন করেনি বাংলাদেশ সরকার।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)