• '…অতিরঞ্জিত', বাংলাদেশি হিন্দুদের ওপর হামলা নিয়ে ইউনুসের সুর কংগ্রেস নেতার গলায়
    হিন্দুস্তান টাইমস | ১২ জানুয়ারি ২০২৫
  • বাংলাদেশি হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় মহম্মদ ইউনুসের সুর শোনা গেল মণিশঙ্কর আইয়ারের গলায়। তিনি বলেন, 'এটা সত্যি যে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অতিরঞ্জিত। এবং সেগুলি রাজনৈতিক কারণে হয়েছে।' তাঁর কথায়, বাংলাদেশি হিন্দুরা মূলত শেখ হাসিনার সমর্থক হওয়ার কারণেই হিংসার শিকার। প্রসঙ্গত, এতদিন ধরে ইউনুসের বাংলাদেশ সরকারও এই কথাই বলে এসেছে। ঢাকার বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার নেপথ্যে কোনও সাম্প্রদায়িকতা নেই। উল্লেখ্য, ১৬তম এপিজে লিটারেরি ফেস্টে যোগ দিতে কলকাতায় এসেছেন মণিশঙ্কর। তারই ফাঁকে সংবাদসংস্থা পিটিআইকে তিনি সাক্ষাৎকারে বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার ঘটনা নিয়ে নিজের মত প্রকাশ করেন মণিশঙ্কর আইয়ার।



    এদিকে সম্প্রতি এক রিপোর্টে বাংলাদেশের পুলিশ বলছে, তদন্ত করে দেখা গিয়েছে, সংখ্যালঘুদের হামলার ১২৩৪টি ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মাত্র ২০টি সাম্প্রদায়িক। এর মধ্যে নাকি ১৬১টি হামলার অভিযোগ 'ভুয়ো'। এদিকে দাবি করা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার ১৪৫২টি ঘটেছে ৫ অগস্ট, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের দিনে। এদিকে পুলিশ বলছে, সংখ্যালঘুদের হামলার ক্ষেত্রে ৫৩টি মামলা রুজু করা হয়েছে। এবং এখনও পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করাহয়েছে। আর ৪ অগস্ট থেকে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ১১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে এবং ১০০ জনের বেশি জনকে গ্রেফতার করা হয়েছে।



    তবে সম্প্রতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফ থেকে দাবি করা হয়, ৪ অগস্ট থেকে বাংলাদেশে ১৭৬৯টি সাম্প্রদায়িক হিংসার ঘটনার শিকার হয়েছেন সংখ্যালঘুরা। এর মধ্যে মামরা হয়েছে মাত্র ৬২টি ক্ষেত্রে। আর ধরা পড়েছে ৩৫ জন। অপরদিকে সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর ২২০০টি হামলার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একাধিক হিন্দু মন্দিরে লুটপাটের ঘটনা ঘটেছে। বহু জায়গায় হিন্দুদের বাড়িতে গিয়ে হামলার ঘটনাও ঘটেছে। এমনকী পুলিশ এবং সেনার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল চট্টগ্রামে। এই সব অভিযোগ অবশ্য মানতে চায়নি বাংলাদেশ সরকার। বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে, ভারতের মিডিয়ায় অতিরঞ্জিত তথ্য পেশ করা হচ্ছে। আর সংখ্য়ালঘুদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেটা মূলত রাজনৈতিক। আর তারইমধ্যে পরপর হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনা সামনে এসেছে সম্প্রতি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)