• বাংলা থেকে ৬ দিন বাতিল জম্মুর ট্রেন, দেড় মাস পুরোটা যাবে না হিমগিরিও, কবে? কবে?
    হিন্দুস্তান টাইমস | ১২ জানুয়ারি ২০২৫
  • রেলের সিদ্ধান্তে কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ধাক্কা খেতে পারে। কারণ জম্মু তাওয়াই স্টেশনের পুনর্নবীকরণের কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে জম্মুগামী একাধিক ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, জম্মু তাওয়াই স্টেশনের পুনর্নবীকরণের জন্য আগামী ১৫ জানুয়ারি থেকে আগামী ৬ মার্চ পর্যন্ত জম্মু তাওয়াই ইয়ার্ডের নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজ চলবে। সেজন্য বিভিন্ন দিনে পশ্চিমবঙ্গ থেকে জম্মু তাওয়াইগামী তিনটি ট্রেন বাতিল থাকবে। মূলত যে ট্রেনগুলিতে করেই পশ্চিমবঙ্গ থেকে মানুষ কাশ্মীরে ঘুরতে যান।

    রেলের তরফে জানানো হয়েছে, ওই সময়সীমার মধ্যে দু'দিন করে আপ শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, আপ কলকাতা- জম্মু তাওয়াই এক্সপ্রেস এবং আপ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস বাতিল থাকবে। আর দু'দিন করে বাতিল থাকবে ডাউন জম্মু তাওয়াই-শিয়ালদা হামসফর এক্সপ্রেস, ডাউন জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস এবং ডাউন জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস। সেইসঙ্গে কয়েকদিন আপ হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়াই পর্যন্ত যাবে না।


    ১) ২২৩১৭ শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস: ২৪ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ বাতিল থাকবে।

    ২) ২২৩১৮ জম্মু তাওয়াই-শিয়ালদা হামসফর এক্সপ্রেস: ২৬ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ বাতিল থাকবে।

    ৩) ১৩১৫১ কলকাতা- জম্মু তাওয়াই এক্সপ্রেস: ১ মার্চ ও ৪ মার্চ বাতিল থাকবে।

    ৪) ১৩১৫২ জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস: ৩ মার্চ ও ৬ মার্চ বাতিল থাকবে।

    ৫) ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস: ১ মার্চ ও ৪ মার্চ বাতিল থাকবে।

    ৬) ১২৩৩২ জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস: ৩ মার্চ ও ৬ মার্চ বাতিল থাকবে।


    তাছাড়া ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার হাওড়া থেকে যে হিমগিরি এক্সপ্রেস ছাড়বে, তা বিজয়পুর জম্মু স্টেশন পর্যন্ত যাবে। অর্থাৎ জম্মু তাওয়াই পর্যন্ত যাবে না। হিমগিরি এক্সপ্রেসের জম্মু তাওয়াইয়ে ঢোকার সময় হল দুপুর একটা। আর দুপুর ১২ টা ২৫ মিনিটে বিজয়পুর জম্মু স্টেশনে পৌঁছায় আপ হিমগিরি এক্সপ্রেস।


    যে সময় জম্মু তাওয়াইয়ের ট্রেন বাতিল করা হচ্ছে, তা কাশ্মীরের ভরা পর্যটন মরশুম শুরুর সময়। যাঁরা বেশি তুষারপাতের মধ্যে কাশ্মীরে যেতে চান না, তাঁরা মার্চ থেকে অক্টোবরের মধ্যে ভূস্বর্গে যান। তাঁরা কিছুটা সমস্যার মুখে পড়বেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)