• চেনাই দায় হবে রানাঘাট স্টেশনকে, তৈরি ব্লু প্রিন্ট, কী কী সুবিধা যাত্রীদের?
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৫
  • নবরূপে সেজে উঠতে চলেছে শিয়ালদহ ডিভিশনের দ্বিতীয় বৃহত্তম রেল স্টেশন রানাঘাট। দেশের মোট ৫৩৮টি স্টেশনকে আধুনিকীকরণের লক্ষ্যে 'অমৃত ভারত স্টেশন' প্রকল্পে প্রাথমিকভাবে নাম ছিল না এই স্টেশনের। পরবর্তীকালে রানাঘাটের বাসিন্দাদের দাবি মেনে স্টেশনকে আধুনিক সুযোগ-সুবিধা সহকারে সাজিয়ে তোলার কাজ শুরু করছে পূর্ব রেল। সম্প্রতি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার-সহ পূর্ব রেলের কর্তারা স্টেশন পরিদর্শন করেন। তৈরি হয়েছে নতুন মডেল স্টেশন নির্মাণের ব্লু প্রিন্ট।

    রেল কর্তাদের বৈঠকে ঠিক হয়, স্টেশনে আধুনিক এসকেলেটর, লিফট এবং একটি নতুন ও প্রশস্ত ওয়েটিং হল তৈরি হচ্ছে। যাত্রীদের আধুনিক অবসর কক্ষ, ডরমিটরি এবং একটি ফুড কোর্টও নির্মাণ করা হবে। স্টেশনে একটি নতুন বুকিং অফিস, সংরক্ষিত টিকিটের কাউন্টার এবং স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন থাকবে। স্টেশনে লিফট-সহ দুটি নতুন ফুট ওভারব্রিজ তৈরি করা হচ্ছে।

    পাশাপাশি প্ল্যাটফর্ম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে রেলের। প্ল্যাটফর্ম ১ এবং ২ প্রশস্ত করা হবে। ‘এক স্টেশন এক পণ্য’ উদ্যোগের আওতায় স্টেশনটিতে একটি এক্সিকিউটিভ লাউঞ্জ, একটি ভিআইপি ওয়েটিং হল এবং স্থানীয় পণ্য প্রচারের জন্য একটি নিবেদিত স্থান থাকবে।

    সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘রানাঘাটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রেল স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করবে এবং রানাঘাটের যোগাযোগ ব্যবস্থাও উন্নত হতে চলেছে।’ পূর্ব রেল সূত্রে খবর, রানাঘাট রেল স্টেশনকে আধুনিক মানের স্টেশন হিসেবে গড়ে তোলার জন্য প্রায় ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। তার জন্য প্রথম পর্বে বরাদ্দ হয়েছে ৩০ কোটি টাকা। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

  • Link to this news (এই সময়)