• বিবেকানন্দের জন্মদিবসে শিমলা স্ট্রিটের বাড়িতে অভিষেক-শুভেন্দু, শ্রদ্ধা জানালেন মোদী-মমতাও
    আনন্দবাজার | ১২ জানুয়ারি ২০২৫
  • স্বামী বিবেকানন্দের জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রবিবার সকালেই উত্তর কলকাতার শিমলা স্ট্রিটে বিবেকানন্দের পৈতৃক বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুরে বিবেকানন্দের বাসভবনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বলেন, “স্বামীজির নীতি, আদর্শ, মনন, চিন্তন, কর্মপদ্ধতি, বাণী আজকের এই সময়েও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জীবনের প্রতিটি ধাপেই প্রযোজ্য।” মিছিল করে বিবেকানন্দের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দুও। তিনি বলেন, “সেই কলেজজীবন থেকে, ৩০ বছরেরও বেশি সময় ধরে আজকের দিনে এখানে আসছি। স্বামীজির প্রতিকৃতিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি।”

    সমাজমাধ্যমে পোস্ট করে বিবেকানন্দকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রধানমন্ত্রী লেখেন, “স্বামী বিবেকানন্দ যুব সমাজের অনুপ্রেরণা। শক্তিশালী এবং উন্নত ভারতের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়িত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” বিবেকানন্দকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রীও।

  • Link to this news (আনন্দবাজার)