মেদিনীপুর মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি তিন প্রসূতিকে আনা হলো কলকাতায়। সন্তান প্রসবের পরেই স্যালাইন নিয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে অভিযোগ। রবিবার গ্রিন করিডর করে তাঁদের নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তাঁদের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, তিন প্রসূতির মধ্যে মাম্পি সিংকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে। মিনারা বিবিকে ITU 2 তে রাখা হচ্ছে। নাসরিন খাতুনকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে। চিকিৎসক সুগত দাশগুপ্ত (ক্রিটিকাল কেয়ার হেড), চিকিৎসক সঞ্জয় চৌধুরী (নেফ্রোলজিস্ট), সন্দীপ ঘোষ (জেনারেল মেডিসিন), দীপ্তপ্রসূন সাহা (প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ও চিকিৎসক দিব্যজ্যোতি দাস (আইটিইউ ইনচার্জ, অ্যানাস্থেসিয়া) নিয়ে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়া পাঁচ প্রসূতি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন। শুক্রবার মামনি রুইদাস নাম এক প্রসূতির মৃত্যু হয়। প্রসূতিদের যে স্যালাইন এবং ওষুধ দেওয়া হয়েছিল তা নিয়ে অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। নির্দিষ্ট ওই সংস্থার স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য ভবন। বাকি চার জনের মধ্যে একজনের অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে জেনারেল বেডে পাঠানো হয়েছে।
তিন জনের অবস্থা ‘সঙ্কটজনক’ হওয়ার কারণে আজই তাঁদের কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবারই স্যালাইন কাণ্ডের তদন্তে এসে কয়েকজন বিশেষজ্ঞ এই প্রসূতিদের এসএসকেএম-এ স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছিলেন।